Saturday 24 October 2015

শরতকে ঘিরে
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর প্রান্তর জুড়ে কাশফুল। শরতের আগমনে রাজধানী চারপাশজুড়েই এই সিগ্ধতা। শহরের আশপাশে প্রায় বিলুপ্ত জলাভূমির বুকে অনাদরে ফুটেছে শুভ্র কাশফুল।

 তাই তো রবি ঠাকুর এর শরতের শুকতারা বলেছিল 

একাদশী রজনী
     পোহায় ধীরে ধীরে--
             রাঙা মেঘ দাঁড়ায়
                উষারে ঘীরে ঘীরে।
                     ক্ষীণ চাঁদ নভের
                          আড়ালে যেতে চায়,
                               মাঝখানে দাঁড়ায়ে
                                  কিনারা নাহি পায়।
পশ ম্যাগাজিন এর এবারের এপিসোড এ ছিল অমনি কিছু। 
চোখ রাখুন POSH TV weekend fashion এ।



প্রান্তরে স্নিগ্ধ কাশের গুচ্ছ, নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি। শরৎকাল। শুভ্র মেঘ আর প্রশান্তির প্রকৃতি শান্তির পরশ বুলিয়ে দেবে নাগরিক জীবনে।



                     পশ টিভি উইকএন্ড ফ্যাশন 

Tuesday 20 October 2015



জয় কালি মা দুর্গা 

দুর্গাপূজা বা দুর্গোৎসব দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া বাঙালি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব। শাস্ত্রীয় বিধানে আশ্বিন মাসের শুক্ল পক্ষে এবং চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গোৎসব পালন করা যায়।

 চৈত্র অর্থাৎ বসন্তকালের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা ও আশ্বিন অর্থাৎ শরৎকালের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত। বাংলায় শারদীয়া দুর্গাপূজা অধিক জনপ্রিয়। 


দুর্গাপূজা ভারতীয় উপমহাদেশের অন্তর্গত একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকলেও, এটি বিশেষ করে বাঙালিদের উৎসব হিসাবে চিহ্নিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এই উৎসবের জাঁকজমক সর্বাধিক। 







বর্তমানকালে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশগুলিতে বাঙালিরা কর্মসূত্রে অবস্থান করেন, সেখানেও মহাসমারোহে দুর্গোৎসব আয়োজিত হয়ে থাকে। এই কারণে সারা বিশ্বের কাছেই বর্তমানে বাংলার অন্যতম প্রতীক হয়ে উঠেছে দুর্গোৎসব। 


পূজা স্পেশাল এপিসোড

Saturday 17 October 2015

শুরু হয়ে গেল পস টিভিতে সাপ্তাহিক লাইফস্টাইল প্রোগ্রাম উইকএন্ড ফ্যাশন  


নাগরিক ব্যস্ত জীবনে সকলেরই বিনোদন এর প্রয়োজন । সময় সল্পতার কারনে অধিকাংশ মানুষ তাদের বিনোদন এর মাধ্যম হিসেবে এখন শুধুই হাতে থাকা মুঠোফোন বা ল্যাপটপ, পিসির উপরেই নির্ভর করে। ফেসবুক অথবা ইউটিউব, টুইটার অথবা গুগল প্লাস, অনলাইন নিয়েই ব্যস্ত।

পস টিভি উইকএন্ড ফ্যাশন ফটোসুট
ছবিঃ রাহুল চৌধুরী
ছোট থেকে বড় সকলেরই চাই একটু বিনোদন।নতুন বিনোদন এর মাধ্যম হয়ে তাই পস ম্যাগাজিন শুরু করেছে তাদের নতুন ইউটিউব চ্যানেল পস টিভি ।
পস এর ইংরেজি অর্থ হল সর্বউৎকৃষ্ট, মানে সকলের উর্ধে । আন্তর্জাতিক ম্যাগাজিন হিসেবে পস বেশ বিখ্যাত হয়েই বাংলা হয়ে এসেছে সকলের কাছে। পস টিভি তে শুরু হল নতুনদের নিয়ে সাপ্তাহিক ফ্যাশন প্রোগ্রাম উইকএন্ড ফ্যাশন । প্রতি শুক্রবার দেখতে পাবেন পস ম্যাগাজিন অথবা পস টিভি এর ফেসবুক ওয়ালে।তা ছাড়া ইউটিউব তো আছেই। ইউটিউব ডট কম এ গিয়ে পস টিভি লিখে সার্চ করলেই চোলে আসবে পস টিভি।স্যাটেলাইট টিভিতে যে সকল প্রোগ্রাম যাচ্ছে ফ্যাশনকে ঘিরে তার থেকে বেতিক্রম হয়েই সকলের মন জয় করে নিচ্ছে সকলের কাছে।

বর্তমানে উইকএন্ড ফ্যাশন এর দুটি এপিসোড অন-এআর হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজক হিসেবে আছেন কাব্য
কোরিওগ্রাফি করছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার সিজান সজল।


নতুনদের নিয়ে শুরু হয়েছে উইকএন্ড ফ্যাশন। এটা নতুনদের জন্য জনপ্রিয় ফ্যাশন প্লাটফর্ম হয়ে যাচ্ছে দিনকে দিন। জানাগেছে নতুনদের ফ্যাশনে সুযোগ দেয়া হয়না বরং তারা প্রতারিত হচ্ছে তাই বলে চলেছেন অনেক ফ্যাশন মডেল। তাই তাদের জন্য সুযোগ করে চলেছে পস টিভি উইকএন্ড ফ্যাশন ।