Saturday 24 October 2015

শরতকে ঘিরে
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর প্রান্তর জুড়ে কাশফুল। শরতের আগমনে রাজধানী চারপাশজুড়েই এই সিগ্ধতা। শহরের আশপাশে প্রায় বিলুপ্ত জলাভূমির বুকে অনাদরে ফুটেছে শুভ্র কাশফুল।

 তাই তো রবি ঠাকুর এর শরতের শুকতারা বলেছিল 

একাদশী রজনী
     পোহায় ধীরে ধীরে--
             রাঙা মেঘ দাঁড়ায়
                উষারে ঘীরে ঘীরে।
                     ক্ষীণ চাঁদ নভের
                          আড়ালে যেতে চায়,
                               মাঝখানে দাঁড়ায়ে
                                  কিনারা নাহি পায়।
পশ ম্যাগাজিন এর এবারের এপিসোড এ ছিল অমনি কিছু। 
চোখ রাখুন POSH TV weekend fashion এ।



প্রান্তরে স্নিগ্ধ কাশের গুচ্ছ, নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি। শরৎকাল। শুভ্র মেঘ আর প্রশান্তির প্রকৃতি শান্তির পরশ বুলিয়ে দেবে নাগরিক জীবনে।



                     পশ টিভি উইকএন্ড ফ্যাশন 

No comments:

Post a Comment